No Image Found

সম্ভাবনাময় যে গবেষণায় নেতৃত্ব দিয়েছেন এক বাংলাদেশি তরুণী

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল প্রকৌশল বিভাগে পিএইচডি করছেন বাংলাদেশের মেয়ে রামিসা ফারিহা। সেখানকার ত্রিপাঠী ল্যাব ফর মাইক্রোফ্লুইডিক ডায়াগনস্টিকস অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা করছেন তিনি। সম্প্রতি রামিসার নেতৃত্বে গবেষকদের একটি দল নারীদের প্রসব–পরবর্তী স্বাস্থ্যবিষয়ক একটি গবেষণায় সাফল্য পেয়েছে। তাদের গবেষণায় কী কী বিষয় ছিল তানভীর তানিমকে বিস্তারিত জানালেন রামিসা ফারিহা